মতিউর রহমান দুলাল গোয়াইনঘাট সিলেট থেকে: তিনদিনের সফরে বৃহস্পতিবার (৫ অক্টোবর) সিলেটে ৪ সংসদীয় আসনে আসছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইমরান আহমদ এমপি।
মঙ্গলবার (৩অক্টোবর) আলো বার্তাকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ খবর নিশ্চিত করেছেন মন্ত্রীর একান্ত সচিব (যুগ্ম) আহমদ কবির ।
বিজ্ঞপ্তিতে জানানো হয়,বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতে নিজ নির্বাচনী এলাকা সিলেটে ৩ দিনের সফরে আসবেন মন্ত্রী ইমরান । বৃহস্পতিবার (৫অক্টোবর) সকাল ৮ টা ২০ মিনিটে সিলেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তিনি । পরে সকাল ১০ টা থেকে সূচি অনুযায়ী বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন ।
এর আগে সর্বশেষ গত ২৭ সেপ্টেম্বর একদিনের সফরে সিলেটে আসেন তিনি । এদিন শাহী ঈদগাহ মাঠে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইনক্লুসিভ স্কিল ডেভেলপমেন্ট এর উদ্বোধনী অনুষ্ঠানসহ গোয়াইনঘাটের ছাত্রসমাবেশে অংশগ্রহণ করেছিলেন।