এ জেড ভূঁইয়া রাজু, সীতাকুণ্ড(চট্টগ্রাম)প্রতিনিধি।।আজ ৪ জানুযারী শনিবার সকাল ১১টায় চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার ফৌজদারহাট এলাকায় ডিসি পার্কের মাসব্যাপী তৃতীয় বারের মত ফিতা কেটে ফুল উৎসবের শুভ উদ্বোধন করেন মন্ত্রী পরিষদ সচিব ড:শেখ আবদুর রশিদ।
চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানম এর সভাপতিত্বে উদ্ভোধনী অনুষ্ঠানে উপস্হিত ছিলেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার নুরুল্লাহ নুরী, আনোয়ার পাশা, স্থানীয় সরকার উপ-পরিচালক নোমান হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক একে এম গোলাম মোর্শেদ খান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুজ্জামান, অতিরিক্ত জেলা ম্যাজিস্টেট মাহবুবুল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) শরিফ উদ্দিন, সীতাকুণ্ড উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম, সিনিয়র সহকারী কমিশনার আলাউদ্দিন ও সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।এছাড়াও চট্টগ্রামের বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং বিভিন্ন দফতরের সরকারি কর্মকর্তাবৃন্দ। প্রধান অতিথি বলেন, এই স্হানে এক সময় মাদকের স্বর্গরাজ্য ছিল,চট্টগ্রাম জেলা প্রশাসকের উদ্যোগে একটি সঠিক সিদ্ধান্তে আজ এখানে ১৩৬ প্রজাতির ফুলের লক্ষাধিক ফুলের সমারোহে ডিসি পার্কে চট্টগ্রাম জেলা প্রশাসন মাসব্যাপি আয়োজন করেছে তৃতীয় বারের মত “চট্টগ্রাম ফুল উৎসব- ২০২৫”। উল্লেখ্য,প্রায় ১০ বছর ধরে এই এলাকাটি ছিল অবৈধ দখলদারের হাতে। চলতো অবৈধ মাটি উত্তোলন, অসামাজিক কার্যকলাপ। সন্ধ্যা হতেই এলাকাটি হয়ে উঠত ভয়ংকর, মাদক ব্যবসায়ী, মাদকসেবীদের আড্ডার, অপরাধীদের স্বর্গরাজ্য ছিল এটি। আজ থেকে দুই বছর আগে জেলা প্রশাসন এর নির্দেশনায় উপজেলা প্রশাসন, সীতাকুণ্ড সেই মাদকের আস্তানা গুড়িয়ে দিয়ে এই ১৯৪ একর খাসজমি উদ্ধার করে। পরবর্তিতে প্রয়োজনীয় সংস্কার শেষে এখানে প্রতিষ্ঠা করে দেশি বিদেশী ফুলের সমারোহে ডিসি ফ্লাওয়ার পার্ক।
ব্রেকিং নিউজ :
সীতাকুণ্ডে ডিসি পার্কে মাসব্যাপী ফুল উৎসবের উদ্বোধন
-
এ জেড ভূঁইয়া রাজু
- Update Time : 12:19:11 am, Sunday, 5 January 2025
- 151 Time View
Tag :