সিলেট ব্যুরো::
সিলেটে পুলিশের অভিযানে ভারতীয় চোরাই চিনিসহ দুই জনকে গ্রেফতার করেছে মহানগর ডিবি পুলিশ। প্রায় ১৭ লাখ ৭০ হাজার টাকার ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে। জব্দ করা ২টি ট্রাক।
বৃধবার (৩ জুলাই) বিকেলে এয়ারপোর্ট থানার কাকুয়ারপাড় এলাকায় চিসিহ ২ জনকে গ্রেফতার করা হয়।
বিষয়টি আলো বার্তাকে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন, দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজার থানার প্যারাইরচক জলকরকান্দি এলাকার মোঃ আব্দুল আওয়ালের ছেলে জাহাংগীর আলম (২৭) ও একই থানার নাইখাই কোনারচর এলাকার মাহমুদুর রহমান সাকিল (২৩)।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, বিশেষ অভিযানে সিলেট মহানগরীর এয়ারপোট থানার কাকুয়ারপাড় এলাকার সিলেট-কোম্পানীগঞ্জ বাইপাস সড়কে অভিযান পরিচালনা ২জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকালে ২৯৫ বস্তা ভারতীয় চিনি, যার মূল্য অনুমান ১৭ লাখ ৭০ হাজার টাকার এবং ০২টি ট্রাক পেয়ে জব্দ হয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে এসএমপি এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করে পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।
ব্রেকিং নিউজ :
সিলেটে পৌনে ১৮ লাখ টাকার চিনি উদ্ধার,আটক ২
-
সিলেট প্রতিনিধি
- Update Time : 07:07:24 pm, Wednesday, 3 July 2024
- 210 Time View
Tag :