সিলেটের ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে ৩জন আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্তায় ১ জন ও ২ জনকে উদ্ধার করে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার (৩ জুলাই) সকাল ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দক্ষিণ সুরমার নাজিরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ সুরমা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান।
আহতরা হলেন, ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া থানার চক্র দা মাঝপাড়ার বাসিন্দা কামাল হোসোনের ছেলে কামরুল হাসান সুহান (২৬), ফুলবাড়িয়ার বাসিন্দা কামাল হোসেনের ছেলে সুহাস মিয়া, নাজিরপুরের হাবিব উল্লাহর ছেলে সোহেল (২৬)।
জানা যায়, থাই গ্লাস নিয়ে একটি পিকআপ গাড়ি সিলেটের দিকে আসছিলো। দ্রুত গতির কারণে পথিমধ্যে নাজিরবাজার পার হয়েই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে একটি দেওয়ালে ধাক্কা খেয়ে উল্টে যায়। এসময় গাড়ির চালক ও তার পাসে বসা দুজন গুরুতর আহত হন। এরমধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান স্থানীয়রা। খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার পুলিশ ও ওসমানীনগরের তাজপুর স্টেশনের ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে এসে প্রথমে উদ্ধারকৃত আহত দুজনকে অ্যাম্বুলেন্সে করে হাসাতালে পাঠায়। পরে পিকআপচালককে মেশিন দিয়ে কেটে বের করে হাসপাতালে নিয়ে যান তারা।
দক্ষিণ সুরমা থানার ওসি মো. ইয়ারদৌস হাসান বলেন, ঢাকা-সিলেট মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে পিকআপ উল্টে ৩ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে একজনের অবস্থা আশঙ্কাজনক। গাড়ি আমাদের হেফাজতে রয়েছে।