সিলেটের গোলাপগঞ্জে একটি দেশীয় পিস্তলসহ জুয়েল আহমদ (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃত জুয়েলকে অস্ত্র মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগার পাঠায় পুলিশ। গ্রেফতারকৃত জুয়েল আহমদ মাইজভাগ গ্রামের মৃত মজির উদ্দিনের ছেলে।
এরআগে মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এর মাধ্যমে সংবাদ পেয়ে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মাইজভাগ গ্রামের মজির উদ্দিন এর বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
এসময় মজির উদ্দিনের ছেলের শয়নকক্ষে থাকা টেলিভিশন স্ট্যান্ডের ভেতর থেকে পলিথিনে মোড়ানো একটা দেশীয় তৈরী কাঠের বাটযুক্ত পিস্তল উদ্ধার করা হয়।