কুলাউড়া প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জটিল রোগে আক্রান্ত লিভার, কিডনী, ক্যান্সার, প্যারালাইজড রোগী ও অসহায় গরীবদের মাঝে চিকিৎসার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলার ৬৯ জন লিভার, কিডনী, ক্যান্সার, প্যারালাইজড রোগী ও অসহায় গরীবদের মধ্যে ৩৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার মোহাম্মদ আবু জাফর রাজু। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকারের সভাপতিত্বে ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা প্রাণেশ চন্দ্র বর্মা পরিচালনায় কুলাউড়া উপজেলা হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মো. আবু জাফর রাজু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় আমি আমার দায়িত্বকালীন সময়ে শিক্ষাসহ বিভিন্নক্ষেত্রে কুলাউড়ার উন্নয়নে ভূমিকা রাখার চেষ্টা করে যাচ্ছি। ইতিমধ্যে বিভিন্ন রাস্তা-ঘাট, মসজিদ-মন্দির, শিক্ষাপ্রতিষ্ঠান ভবন নির্মাণসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্তদের সুচিকিৎসার জন্য চিকিৎসা ব্যয়ের চেক বিতরণ করা হয়েছে। আজ প্রায় ৬৯জন দুস্থ রোগীদের মধ্যে প্রধানমন্ত্রীর উপহার সরূপ ৩৪ লাখ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী সাধারণ সম্পাদক আসম কামরুল ইসলাম, সহ -সভাপতি অরবিন্দু ঘোষ বিন্দু, যুগ্ম সাধারণ সম্পাদক শ্রী গৌরা দে, সাংগঠনিক সম্পাদক বদরুল ইসলাম বদর, কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কুলাউড়া ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মুছাদ্দিক আহমেদ নোমান, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি শাকিল রশিদ চৌধুরী, প্রমুখ।
ব্রেকিং নিউজ :
শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় থাকলে দেশের উন্নয়ন এগিয়ে যাবে – প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার
-
Reporter Name
- Update Time : 02:04:07 pm, Thursday, 24 August 2023
- 195 Time View
Tag :