রাজধানীর মিরপুর ইনডোর স্টেডিয়ামে তারকাদের নিয়ে আয়োজিত সেলিব্রিটি ক্রিকেট লিগে ম্যাচ চলাকালীন মারামারির ঘটনায় আহত হয়ে হাসপাতালে যেতে হয় চিত্রনায়িকা রাজ রিপাসহ ৬ জনকে। ঘটনার পর চিত্রনায়ক শরীফুল রাজ ও নির্মাতা মোস্তফা কামাল রাজ মদ্যপ অবস্থায় গায়ে হাত তুলেছেন বলে অভিযোগ করেন রাজ রিপা। গণমাধ্যমের সামনে কাঁদতে কাঁদতে তিনি এই অভিযোগ করেন।
শুক্রবার ২৯ সেপ্টেম্বর রাতে মোস্তফা কামাল রাজের গিগাবাইট স্কোরারস এবং দীপংকর দীপনের রানার ফাস্টিজ দলের খেলা চলাকালীন মারামারির ঘটনা রীতিমতো টক অব দ্য কান্ট্রিতে পরিণত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় চলছে সমালোচনার ঝড়।
বিভিন্ন গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় মারামারির বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে উগ্র মেজাজে ধরা পড়েছেন অভিনেতা শরীফুল রাজ। এ নিয়ে রাজের সমালোচনায় মুখর হয়েছেন নেটিজেনরা। সেই দলে যোগ দিয়েছেন শরীফুল রাজকে সদ্য ডিভোর্স লেটার পাঠিয়ে হইচই ফেলে দেয়া চিত্রনায়িকা পরীমণিও।
সরাসরি রাজের নাম উল্লেখ না করলেও তাকে ইঙ্গিত করে এক ফেসবুক পোস্টে পরীমণি লিখেছেন, এই এগ্রেসিভ জানোয়ারটার চেহারা দেখতে হবে বলেই যাইনি সিসিএল (সেলিব্রিটি ক্রিকেট লিগ) এ! আল্লাহ বাঁচিয়েছে।
পরীমণি পোস্টটি দেয়ার পরপরই লাইক, কমেন্ট আর শেয়ারের বন্যা বয়ে যায়। অচিন্ত চয়ন নামের একজন রাজকে উদ্দেশ্য করে মন্তব্য করেন, এরা কীভাবে তারকা হয়? জবাবে পরীমণি লেখেন, আপনারাই এগুলোকে তারকা বানান। আর আমার মতো গর্দভ এগুলোকে মাথায় উঠিয়ে দিই। দোষ তো আমাদের।
একই পোস্টে রাজকে নিয়ে সজল খান লেখেন, পুরো সময়টা মাস্ক পরা ছিলো গ্যালারিতে। জবাবে পরীমণি লেখেন, আমি বুঝি না তোমাদের সামনে মেয়েদের গায়ে হাত কীভাবে দেয়? গালিগালাজ কীভাবে করে? ধরে (থাপ্পর দিয়ে) কানসা পট্টি ফাটিয়ে কেন দিলে না?