সাবেক প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদকে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার (২০ অক্টোবর) রাতে বনানী থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (গোয়েন্দা) রেজাউল করিম মল্লিক এ তথ্য নিশ্চিত করেছেন।
বিভিন্ন সূত্র থেকে জানা যায় টানা ২য় মেয়েদে মন্ত্রী হবার পর বেপরোয়া হয়ে উঠেন এমপি ইমরান।তার নামে পল্টন থানায় প্রবাসী কল্যান মন্ত্রণালয়ের বিশ হাজার কোটি টাকা আত্মসাত ও মানব পাচার এর অভিযোগ করে মামলা করেন পল্টনের ট্রেভেলস ব্যবসায়ী।দুদক মামলাটি অনুসন্ধান করে গ্রেফতারি পরোয়ানা জারি করার সুপারিশ করে।