এবার পেঁয়াজ রপ্তানির ওপর ৪০ শতাংশ শুল্ক আরোপ করেছে ভারত। ফলে অস্থিতিশীল হয়ে পরার আশংকা পেঁয়াজের বাজার। অভ্যন্তরে দাম নিয়ন্ত্রণে রাখতে এই পদক্ষেপ নিয়েছে দেশটির সরকার। ভারতীয় শীর্ষস্থানীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস, বিজনেস স্ট্যান্ডার্ড, দ্য হিন্দুর প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
এতে বলা হয়, নতুন করে আরোপিত শুল্ক হার শিগগিরই কার্যকর হবে। চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত তা বহাল থাকবে। কেন্দ্রীয় সরকারের অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তি জারি করে এসব তথ্য জানিয়েছে।
ভোক্তা অধিকার বিষয়ক মন্ত্রণালয়ের সচিব রোহিত কুমার সিং বলেন, দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এবং ক্রমবর্ধমান দামে লাগাম টানতে এই উদ্যোগ নেয়া হয়েছে। গত কয়েক মাস ধরেই স্থানীয় মার্কেটে পেঁয়াজের দাম বাড়ছে। পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয়া হলো।
ভোক্তা অধিকার বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে দেখা গেছে, শনিবার (১৯ আগস্ট) ভারতের খুচরা বাজারে প্রতি কেজি পেঁয়াজের দাম দাঁড়িয়েছে ৩০ দশমিক ৭২ রুপি। ২০২২ সালের একই সময়ের চেয়ে যা ২০ দশমিক ৭৫ শতাংশ বেশি। ওই সময় কেজিপ্রতি দর ছিল ২৫ দশমিক ৪৪ রুপি। ১ মাস আগেও ভারতে কেজিতে পেঁয়াজের মূল্য ছিল ২৭ দশমিক ২১ রুপি।
মূলত সাম্প্রতিক সময়ে ব্যাপক পরিমাণে রপ্তানি বৃদ্ধি পাওয়ায় ভারতে পেঁয়াজের দাম বেড়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের পোর্টালে দেখা যায়, ২০২৩ সালের এপ্রিল-জুনে ৬ দশমিক ৩৮ লাখ মেট্রিক টন নিত্যপণ্যটি রপ্তানি করেছে ভারত। গত বছরের একই সময়ের চেয়ে যা ২৬ দশমিক ৫১ শতাংশ বেশি। ওই সময় ৫ দশমিক ০৪ মেট্রিক টন তা চালান করেছিলেন দেশটির রপ্তানিকারকরা।
আলোচ্য এপ্রিল-জুনে বিশ্বের ৬৫ দেশে পেঁয়াজ রপ্তানি করেছে ভারত। এর মধ্যে সর্বোচ্চ গুণগত মান সম্পন্ন ১ দশমিক ৩৯ লাখ মেট্রিক টন প্রতিবেশী দেশ বাংলাদেশে চালান করেছে তারা। এছাড়া মালয়েশিয়া, সংযুক্ত আরব আমিরাত, শ্রীলংকা ও নেপাল ছিল শীষ ৫ আমদানিকারদের তালিকায়।