সিলেট মেট্রোপলিটন পুলিশ সিলেট মহানগরীতে বসবাসকারী নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতকরণের পাশাপাশি অবৈধ অস্ত্র,মাদক ও চোরাচালানীদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনাকালে অদ্য ২০/১২/২০২৪খ্রিঃ তারিখ রাত অনুমান ০০.৫০ ঘটিকায় গোপন সংবাদ প্রাপ্ত হইয়া উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ), এসএমপি, সিলেট মহোদয়, সহকারী পুলিশ কমিশনার, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট এবং অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেটদের সার্বিক দিক নির্দেশনায় এসআই(নিঃ) এস.এম. সাইফুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বরের পার্শ্ববর্তী ঢাকাগামী মহাসড়কে ব্রিজের পাশে চেকপোষ্ট করাকালে একটি যাত্রীবাহী শাকিন পরিবহন নামীয় বাস কে সিগন্যাল দিলে, বাসটি থামানোর সাথে সাথে কৌশলে গাড়ী হইতে নেমে দৌঁড়িয়ে পালানোর চেষ্টাকালে আসামী ১। মোঃ রমজান মিয়া@ দিলজাহান(১৯), পিতা-মৃত মন্তাজ ফকির, মাতা- মঞ্জরা বেগম, সাং-দৌলতপুর, মোহনগঞ্জ, থানা-মোহনগঞ্জ, জেলা-নেত্রকোনা, বর্তমানে-সুহিন মিয়ার কলোনী, মেহেন্দিবাগ, নোয়াগাঁও, থানা-শাহপরান (রহ:), জেলা-সিলেটকে আটক করা হয়। এরপর ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সম্মূখে বর্নিত আসামী কর্তৃক বাসের সাইড বক্সে রক্ষিত (ক) ০৫টি সাদা রংয়ের বস্তার মধ্যে অবৈধ ভারতীয় থ্রি-পিছ কাপড়, সর্বমোট ১৩৭ টি থ্রি-পিছ কাপড়, যাহার গায়ে ইংরেজিতে VIPUL, Anil Agarwal Group সহ বিভিন্ন ইংরেজিতে লেখা আছে, প্রতিটি থ্রি-পিছের মূল্য অনুমান ২০০০/-টাকা করে সর্বমোট=(২০০০x১৩৭)=২,৭৪,০০০/-টাকা, (খ) ০২টি সাদা রংয়ের বস্তার মধ্যে সর্বমোট ১৯টি কার্টুন যাহার প্রতিটি কার্টুনে ১০০টি করে সর্বমোট-(১৯x১০০)=১৯০০ পিছ BOROLINE Antiseptic Cream, যাহার প্রতিটির মূল্য অনুমান ১০০/-টাকা করে সর্বমোট=(১৯০০x১০০)=১,৯০,০০০/-টাকা উদ্ধারপূর্বক ২০/১২/২০২৪ খ্রিঃ তারিখ ০১.২০ ঘটিকায় উপস্থিত সাক্ষীদের সম্মুখে জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। উক্ত বিষয়ে দক্ষিণ সুরমা থানার মামলা নং-১৫/২১৮, তারিখ-২০/১২/২০২৪ খ্রিঃ, ধারা-The Special Powers Act, 1974 এর 25B(1)(b)/25D রুজু করে যথাযথ পুলিশ স্কটের মাধ্যমে ধৃত আসামী’কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়।
ব্রেকিং নিউজ :
দক্ষিণ সুরমা থানা পুলিশ কর্তৃক ৪,৬৪,০০০ টাকার অবৈধ ভারতীয় মালামাল উদ্ধার এবং ০১ (এক) জন আসামী গ্রেফতার:
-
বিশেষ প্রতিবেদন
- Update Time : 04:06:09 pm, Saturday, 21 December 2024
- 109 Time View
Tag :