Dhaka 1:54 pm, Tuesday, 11 November 2025

গোয়াইনঘাট আওয়ামী লীগ নেতার মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক

  • Reporter Name
  • Update Time : 02:43:15 pm, Sunday, 9 July 2023
  • 318 Time View

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ

গোয়াইনঘাট আওয়ামী লীগ নেতার মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক
নিজস্ব প্রতিবেদক: গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইব্রাহিম-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। এক শোকবার্তায় তিনি বলেন, ইব্রাহিমের মতো একজন বিশ্বস্ত বন্ধু ও দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি ১৯৮৬ সাল থেকে সবসময় অত্যন্ত ঘনিষ্ঠভাবে আমার পাশে থেকে এই এলাকার সামাজিক, রাজনৈতিক ও উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করেছেন। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন এবং সক্রিয়ভাবে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি আজীবন বঙ্গবন্ধুর আদর্শ ও বিশ্বাসে অবিচল ছিলেন এবং আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ নেতা ছিলেন। একজন আদর্শবান ও সজ্জন রাজনীতিবিদ হিসেবে তিনি সবার প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তিনি ১৯৮৬ সাল থেকে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন যাবৎ সফলতার সাথে তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়াও সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইব্রাহিম


ইমরান আহমদ বলেন, তার মতো একজন গুণী, অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনীতিবিদের মৃত্যুতে আওয়ামী লীগসহ সমগ্র জাতির অপূরণীয় ক্ষতি হলো। আর গোয়াইনঘাটবাসী হারালো তার প্রিয় সন্তানকে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য শনিবার রাত ১টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে এই নেতা মৃত্যুবরণ করেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

গোয়াইনঘাট আওয়ামী লীগ নেতার মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক

Update Time : 02:43:15 pm, Sunday, 9 July 2023

গোয়াইনঘাট আওয়ামী লীগ নেতার মৃত্যুতে প্রবাসী কল্যাণ মন্ত্রীর শোক
নিজস্ব প্রতিবেদক: গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইব্রাহিম-এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। এক শোকবার্তায় তিনি বলেন, ইব্রাহিমের মতো একজন বিশ্বস্ত বন্ধু ও দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি ১৯৮৬ সাল থেকে সবসময় অত্যন্ত ঘনিষ্ঠভাবে আমার পাশে থেকে এই এলাকার সামাজিক, রাজনৈতিক ও উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করেছেন। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন এবং সক্রিয়ভাবে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি আজীবন বঙ্গবন্ধুর আদর্শ ও বিশ্বাসে অবিচল ছিলেন এবং আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ নেতা ছিলেন। একজন আদর্শবান ও সজ্জন রাজনীতিবিদ হিসেবে তিনি সবার প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তিনি ১৯৮৬ সাল থেকে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতিসহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন যাবৎ সফলতার সাথে তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়াও সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।

আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইব্রাহিম


ইমরান আহমদ বলেন, তার মতো একজন গুণী, অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনীতিবিদের মৃত্যুতে আওয়ামী লীগসহ সমগ্র জাতির অপূরণীয় ক্ষতি হলো। আর গোয়াইনঘাটবাসী হারালো তার প্রিয় সন্তানকে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন। শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্য, স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। উল্লেখ্য শনিবার রাত ১টায় সিলেটের একটি বেসরকারি হাসপাতালে এই নেতা মৃত্যুবরণ করেন।