মতিউর রহমান গোয়াইনঘাট (সিলেট):
গোয়াইনঘাট থানা এলাকায় এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তি দীর্ঘদিন ধরে পরিচয়হীন অবস্থায় ঘোরাফেরা করছিলেন। স্থানীয় লোকজনের কাছে তিনি ‘জু-বাইডেন’ নামে পরিচিত ছিলেন। অবশেষে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে পুলিশের সহায়তায় তাঁর প্রকৃত পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়েছে।
পুলিশ জানায়, ফিঙ্গারপ্রিন্ট বিশ্লেষণের মাধ্যমে ওই ব্যক্তির নাম মোঃ পারভেজ হোসেন (৩১) বলে সনাক্ত করা হয়েছে। তিনি ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার ধাওড়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মোঃ ফিরোজ জোয়ার্দার।
ঘটনার সত্যতা নিশ্চিত করে গোয়াইনঘাট থানার এক কর্মকর্তা বলেন, “আমরা আধুনিক প্রযুক্তির সহায়তায় তাঁর পরিচয় নিশ্চিত করতে সক্ষম হই এবং এরপর তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করি। তাঁর ছোট ভাই মোঃ ফারুক হোসেন আজ থানায় এসে তাঁকে জিম্মায় গ্রহণ করেন।”
৫ বছর পর আপন ভাইকে ফিরে পেয়ে ফারুক হোসেন আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, “ভাইকে হারিয়ে আমরা অনেক কষ্টে ছিলাম। ভাবিনি আর কখনও তাঁকে ফিরে পাবো। আজ তাঁকে আবার পেয়ে আমাদের পরিবারে আনন্দের বন্যা বয়ে গেছে।”
অন্যদিকে, পারভেজ হোসেনকে পরিবারের কাছে বুঝিয়ে দিয়ে থানার কর্মকর্তারা আত্মতৃপ্তি অনুভব করছেন বলে জানান। একজন কর্মকর্তা বলেন, “এমন মুহূর্ত সত্যিই খুব আনন্দের। একজন হারিয়ে যাওয়া মানুষকে তাঁর পরিবারের কাছে ফিরিয়ে দিতে পেরে আমরা গর্বিত।”
স্থানীয়দের মতে, এই ঘটনা প্রযুক্তির সঠিক ব্যবহারে মানুষের জীবনে কেমন ইতিবাচক প্রভাব ফেলতে পারে, তার একটি বাস্তব উদাহরণ।
গোয়াইনঘাট প্রতিনিধি 

















