মতিউর রহমান গোয়াইনঘাট:
সিলেটের গোয়াইনঘাট উপজেলায় উপজেলা প্রশাসন, ৪৮ ব্যাটালিয়ন বিজিবি ও গোয়াইনঘাট থানা পুলিশ সহযোগে টাস্কফোর্সের অভিযান পরিচালনা করা হয়েছে।
রোববার ২০ এপ্রিল সকাল ১১টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত উপজেলায় জাফলং ইসিএভুক্ত, জাফলং ব্রিজ, জুমপাড়, বল্লাঘাট ও জিরো পয়েন্ট এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
গোয়াইনঘাট সহকারী কমিশনার (ভূমি) মো: সাইদুল ইসলামের নেতৃত্বে অভিযানে উক্ত এলাকা থেকে অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনে ব্যবহৃত ১০টি শেলু ও সেভ মেশিন বিনষ্ট করা হয় এবং অবৈধভাবে বালু উত্তোলনরত আরো ১৫টি বার্কি নৌকা ভাঙ্গা হয়। এছাড়া অন্তত ১০০টি নৌকা ও ১৫ টি ট্রাক হতে বালু আনলোড করে নদীতে ফেলা হয়। পাশাপাশি শ্রমিকদের জন্য অস্থায়ীভাবে নদীর পাড়ে নির্মিত ৫টি তাবু ধ্বংস করা হয়েছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইদুল ইসলাম বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। তবে স্হানীয়ভাবে জানা যায় জাফলং যে আজকে অভিযান হবে এই খবর বালু পাথর লুট কারীরা আগেই পেয়ে যাওয়ায় অনেকটা নিরাপদ হয়ে যায় তারা। এই ধরনের দায়সারা ভাবের অভিযানে সন্তুষ্ট নন উপজেলার সচেতন মহল।সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।
ব্রেকিং নিউজ :
গোয়াইনঘাটে টাস্কফো*র্সের অ ভি যা ন: নৌকা ও শ্যালো মেশিন ধ্বং’স
-
মতিউর রহমান দুলাল
- Update Time : 05:46:34 pm, Sunday, 20 April 2025
- 91 Time View
Tag :