গোয়াইনঘাট , জৈন্তাপুর ও কোম্পানীগন্জ উপজেলার নব নির্বাচিত চেয়ারম্যানদের অভিনন্দন জানিয়েছেন সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল বাছিত রুম্মান। তিনি তার ফেইসবুক একাউন্টে অভিনন্দন জানান তা তুলে দরা হলো “আওয়ামীলীগ সরকারের অধীনেই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ উৎসবমুখর নির্বাচন সম্ভব :
অভিনন্দন নবনির্বাচিত উপজেলা চেয়াম্যানবৃন্দ
শাহ আলম স্বপন (গোয়াইনঘাট)
এম লিয়াকত আলী (জৈন্তাপুর)
মজির উদ্দিন (কোম্পানীগন্জ) “