গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪৩৬ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। একই সময়ে আরও চার ডেঙ্গুরোগীর মৃত্যু হয়েছে।
সোমবার (৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও ৪৩৬ জন নতুন রোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ১৭৪ জন ও ঢাকার বাইরে ২৬২ জন।
বর্তমানে সারা দেশে এক হাজার ৫৩১ জন ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি রয়েছেন। এর মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে এক হাজার ২২ জন ও ঢাকার বাইরে ৫০৯ জন।
২০২৩ সালের ১ জানুয়ারি থেকে ৩ জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে মোট নয় হাজার ১৯৩ জন ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকায় ছয় হাজার ৬৫৫ জন ও ঢাকার বাইরে দুই হাজার ৫৩৮ জন।
একই সময়ে সারা দেশে ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা সাত হাজার ৬০৬ জন। এর মধ্যে ঢাকায় ছাড়প্রাপ্ত ডেঙ্গুরোগীর সংখ্যা পাঁচ হাজার ৫৮৯ জন ও ঢাকার বাইরে দুই হাজার ১৭ জন।
ব্রেকিং নিউজ :
- Home
- অনলাইন, অপরাধ, অর্থনীতি, আইন-আদালত, আন্তজার্তিক, আবহাওয়া, আর্কাইভ, আলোচিত খবর, খেলাধুলা, জাতীয়, তথ্য ও প্রযুক্তি, নির্বাচিত লেখা, প্রবাস জীবন, বাংলাদেশ, বিদেশের খবর, বিনোদন, ব্যাংক-বীমা, মুক্তিযুদ্ধ ও ইতিহাস, রাজনীতি, শরীর ও মন, শিক্ষাঙ্গন, সর্বশেষ, সাফল্যের কথা, সিলেটের খবর, স্বাস্থ্যসেবা
- গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে চার ডেঙ্গুরোগীর মৃত্যু
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে চার ডেঙ্গুরোগীর মৃত্যু
-
Reporter Name
- Update Time : 11:10:19 am, Tuesday, 4 July 2023
- 270 Time View
Tag :