Dhaka 6:19 am, Wednesday, 9 July 2025
ব্রেকিং নিউজ :
বিএনপি ক্ষমতায় গেলে গোয়াইনঘাট মডেল উপজেলায় উন্নীত হবে:এড.মুমিন গোয়াইনঘাটে যৌথবাহিনীর অভিযান নৌপথে চাঁদাবাজির দায়ে দেশীয় অস্ত্রসহ আটক:৬ গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল সাংবাদিক বিলালের বিরুদ্ধে অপপ্রচার: গোয়াইনঘাট প্রেসক্লাব’র নিন্দা সালুটিকর গোয়াইনঘাট রাস্তার বেহাল দশায়:মুখ ফিরিয়ে নিচ্ছে পর্যটকরা ব্যবসায় ধস গোয়াইনঘাটে বিএনপির শোক সভা ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য আটক গোয়াইনঘাটে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত:১ গোয়াইনঘাট-সালুটিকর রোডে ঠিকাদারী প্রতিষ্টানের গাফিলতিতে সৃষ্টি জনদুর্ভোগ লাঘবে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি: গোয়াইনঘাটে তথ্য বিভ্রাটকারীদের অপপ্রচারে শিকার সাংবাদিক মনজুর

কোতোয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক ০৪ (চার) জন চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতারসহ ছিনতাইকৃত নগদ টাকা এবং মোবাইল সেট উদ্ধারঃ

গত ১০/১২/২০২৪ খ্রিঃ তারিখ বিকাল অনুমান ০৪.১৫ ঘটিকার সময় জনৈক ওয়াহিদ হোসেন (১৯) পিতা-রানা মিয়া, মাতা-রাইনা বেগম, সাং-পূর্ব জালালাবাদ, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার ও তার আপন চাচাতো ভাই জিদান আহমদ (১৮) পিতা-কামাল পাশা, মাতা-জান্নাতুল কামাল, সাং-পূর্ব জালালাবাদ, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার‘দ্বয় কোতোয়ালী মডেল থানাধীন তালতলাস্থ সুরমা মার্কেটস্থ নূরজাহান হোটেলের সামনে রাস্তার উপর পৌঁছাইলে অজ্ঞাতনামা দূষ্কৃতিকারীগণ পথরোধ করতঃ তাদের হাতে থাকা ধারালো চাকু দ্বারা হত্যার ভয় দেখিয়ে ত্রাস আতঙ্ক সৃষ্টি করে জনৈক ওয়াহিদ হোসেন (১৯) এর ব্যবহৃত ০১টি রিয়েলমি-সি-১৫, মোবাইল সেট, মূল্য অনুমান ১৭,৫০০/- টাকা এবং নগদ ৬৭০০/- টাকা জোর পূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল হক এর দিক নির্দেশনায় এসআই(নিঃ)/মোঃ ইবাদুল্লাহ, এএসআই(নিঃ)/ইলিয়াস রহমান, এএসআই(নিঃ)/তারিক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী মডেল থানার একটি চৌকস টিমের সহায়তায় ১১/১২/২০২৪ খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৪৫ ঘটিকার সময় কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজার জেল রোড় এলাকা সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ছিনতাইকারী ১। আব্দুল মালিক @ রুহেল (২৮) পিতা-মোজাম্মিল আলী, মাতা-মিনা বেগম, সাং-কাটিপুর, বড়বাড়ী, থানা- ওসমানীনগর, জেলা-সিলেট, বর্তমানে-১৫৬/১, কলকাকলী, লালাদিঘীরপাড়, থানা- কোতোয়ালী, জেলা-সিলেট, ২। পারভেজ আহমদ (২৫) পিতা-আজির উদ্দিন, মাতা-আলিয়া বেগম, সাং-বোরুরাড়া, থানা-তাহিপুর, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে- আলমগীরের বাসা, লালাদিঘীরপাড়, থানা-কোতোয়ালী, জেলা- সিলেট, ৩। বাবলু আহমদ (২৩) পিতা-মৃত তমিজ মিয়া, মাতা- আফিয়া বেগম, সাং-বাগবাড়ী, নরসিংটিলা, নূরীয়া মসজিদ গলি, বাসা নং-১৮৫, থানা- কোতোয়ালী, জেলা-সিলেট, ৪। মোঃ কয়েছ (৩০) পিতা-মোঃ কাজল, মাতা-আলেয়া বেগম আলো, সাং-সোনার বাংলা আ/এ, বাসা নং-৩৭, বাগবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-সিলেটকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উক্ত ছিনতাইকারীদের নিকট হতে ছিনতাইকৃত ০১টি মোবাইল সেট ও নগদ ৩০০০/- টাকা উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় জনৈক ওয়াহিদ হোসেন (১৯) এর চাচা হুমায়ুন কিবরিয়া (বাবলু) (৩৭), পিতা- জসিম উদ্দিন, মাতা-সুফিয়া বেগম, সাং-শেখঘাট, শুভেচ্ছা-১৮০, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট বাদী হয়ে ছিনতাইকারী ১। আব্দুল মালিক @ রুহেল (২৮), ২। পারভেজ আহমদ (২৫), ৩। বাবলু আহমদ (২৩) ও ৪। মোঃ কয়েছ (৩০)’দের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-২২, তারিখ-১২/১২/২০২৪খ্রিঃ, ধারা-৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ সংশোধনী ২০১৯; রুজু করা হয়। পুলিশ স্কটের মাধ্যমে ধৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

বিএনপি ক্ষমতায় গেলে গোয়াইনঘাট মডেল উপজেলায় উন্নীত হবে:এড.মুমিন

কোতোয়ালী মডেল থানা পুলিশ কর্তৃক ০৪ (চার) জন চিহ্নিত ছিনতাইকারী গ্রেফতারসহ ছিনতাইকৃত নগদ টাকা এবং মোবাইল সেট উদ্ধারঃ

Update Time : 03:33:58 am, Friday, 13 December 2024

গত ১০/১২/২০২৪ খ্রিঃ তারিখ বিকাল অনুমান ০৪.১৫ ঘটিকার সময় জনৈক ওয়াহিদ হোসেন (১৯) পিতা-রানা মিয়া, মাতা-রাইনা বেগম, সাং-পূর্ব জালালাবাদ, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার ও তার আপন চাচাতো ভাই জিদান আহমদ (১৮) পিতা-কামাল পাশা, মাতা-জান্নাতুল কামাল, সাং-পূর্ব জালালাবাদ, থানা-কুলাউড়া, জেলা-মৌলভীবাজার‘দ্বয় কোতোয়ালী মডেল থানাধীন তালতলাস্থ সুরমা মার্কেটস্থ নূরজাহান হোটেলের সামনে রাস্তার উপর পৌঁছাইলে অজ্ঞাতনামা দূষ্কৃতিকারীগণ পথরোধ করতঃ তাদের হাতে থাকা ধারালো চাকু দ্বারা হত্যার ভয় দেখিয়ে ত্রাস আতঙ্ক সৃষ্টি করে জনৈক ওয়াহিদ হোসেন (১৯) এর ব্যবহৃত ০১টি রিয়েলমি-সি-১৫, মোবাইল সেট, মূল্য অনুমান ১৭,৫০০/- টাকা এবং নগদ ৬৭০০/- টাকা জোর পূর্বক ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

পরবর্তীতে সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জিয়াউল হক এর দিক নির্দেশনায় এসআই(নিঃ)/মোঃ ইবাদুল্লাহ, এএসআই(নিঃ)/ইলিয়াস রহমান, এএসআই(নিঃ)/তারিক সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ কোতোয়ালী মডেল থানার একটি চৌকস টিমের সহায়তায় ১১/১২/২০২৪ খ্রিঃ তারিখ সন্ধ্যা অনুমান ০৬.৪৫ ঘটিকার সময় কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজার জেল রোড় এলাকা সহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ছিনতাইকারী ১। আব্দুল মালিক @ রুহেল (২৮) পিতা-মোজাম্মিল আলী, মাতা-মিনা বেগম, সাং-কাটিপুর, বড়বাড়ী, থানা- ওসমানীনগর, জেলা-সিলেট, বর্তমানে-১৫৬/১, কলকাকলী, লালাদিঘীরপাড়, থানা- কোতোয়ালী, জেলা-সিলেট, ২। পারভেজ আহমদ (২৫) পিতা-আজির উদ্দিন, মাতা-আলিয়া বেগম, সাং-বোরুরাড়া, থানা-তাহিপুর, জেলা-সুনামগঞ্জ, বর্তমানে- আলমগীরের বাসা, লালাদিঘীরপাড়, থানা-কোতোয়ালী, জেলা- সিলেট, ৩। বাবলু আহমদ (২৩) পিতা-মৃত তমিজ মিয়া, মাতা- আফিয়া বেগম, সাং-বাগবাড়ী, নরসিংটিলা, নূরীয়া মসজিদ গলি, বাসা নং-১৮৫, থানা- কোতোয়ালী, জেলা-সিলেট, ৪। মোঃ কয়েছ (৩০) পিতা-মোঃ কাজল, মাতা-আলেয়া বেগম আলো, সাং-সোনার বাংলা আ/এ, বাসা নং-৩৭, বাগবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-সিলেটকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে উক্ত ছিনতাইকারীদের নিকট হতে ছিনতাইকৃত ০১টি মোবাইল সেট ও নগদ ৩০০০/- টাকা উদ্ধার করা হয়। উক্ত ঘটনায় জনৈক ওয়াহিদ হোসেন (১৯) এর চাচা হুমায়ুন কিবরিয়া (বাবলু) (৩৭), পিতা- জসিম উদ্দিন, মাতা-সুফিয়া বেগম, সাং-শেখঘাট, শুভেচ্ছা-১৮০, থানা-কোতোয়ালী, জেলা-সিলেট বাদী হয়ে ছিনতাইকারী ১। আব্দুল মালিক @ রুহেল (২৮), ২। পারভেজ আহমদ (২৫), ৩। বাবলু আহমদ (২৩) ও ৪। মোঃ কয়েছ (৩০)’দের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলে কোতোয়ালী মডেল থানার মামলা নং-২২, তারিখ-১২/১২/২০২৪খ্রিঃ, ধারা-৪/৫ আইন-শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ সংশোধনী ২০১৯; রুজু করা হয়। পুলিশ স্কটের মাধ্যমে ধৃত আসামীদের বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।