নাট্যজগতের জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিণ। আট বছরের প্রেমিকের সঙ্গে বিয়ে সেরেছেন গত সপ্তাহে। এর পর হানিমুনে গিয়েছিলেন মালদ্বীপে। দেশে ফিরে এবার শুটিংয়ের কাজে অস্ট্রেলিয়ায় আবারও উড়াল দিয়েছেন অভিনেত্রী।
খুব শিগগিরই রেজওয়ানকে ফিরে যেতে হবে যুক্তরাজ্যে। পরের মাসে চাকরিতে যোগ দেবেন তিনি। অর্থাৎ অভিনেত্রী ও তার স্বামী দীর্ঘদিন ধরেই ব্যস্ত সময় পার করছেন। এসবের মধ্যেই বিয়ে সেরেছেন তারা। তাই ফারিণের ভাষ্য, ‘কাজের চাপে বিয়েটাও আরাম করে করতে পারিনি’।
এত সব ব্যস্ততার কারণেই ছোট পরিসরে বিয়ে করেছেন ফারিণ। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, পরবর্তী সময়ে বড় পরিসরে অনুষ্ঠান করার ইচ্ছা আছে। তবে সেটি এখনই নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। নতুন করে অনুষ্ঠান না–ও করতে পারেন অভিনেত্রী। কারণ, প্রচুর কাজের চাপে আছেন তিনি।
অভিনেত্রী আরও জানিয়েছেন, ২২ আগস্ট লন্ডন চলে যাচ্ছেন তার স্বামী। সেখানে নতুন চাকরিতে যোগ দেবেন। ছুটি পাওয়া তার পক্ষে হয়তো সম্ভব হবে না বলে আশঙ্কা করছেন অভিনেত্রী।
প্রসঙ্গত, সাড়ে আট বছর প্রেমের পর অবশেষে প্রেমিক শেখ রেজওয়ান রাফিদ আহমেদের গলায় বিয়ের মালা পরান তাসনিয়া ফারিণ। সোমবার (১৪ আগস্ট) সামাজিকমাধ্যমে বিয়ের খবরটি প্রকাশ করেন অভিনেত্রী। জীবনের নতুন অধ্যায়ে প্রবেশ করে সবার দোয়া চেয়েছেন তিনি।