মহানগর গোয়েন্দা বিভাগের টিম-০১ ডিউটি করাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে এসএমপি দক্ষিণ সুরমা থানাধীন হোটেল সাগর রেস্ট হাউজের ২য় তলার বিভিন্ন কক্ষে অভিযান পরিচালনা করে আসামী ১।শারমিন আক্তার (২০), পিতা আব্দুর রহমান, মাতা- সাবিনা আক্তার, সাং-বেতহাটি, থানা-সদর, জেলা- নেত্রকোনা, বর্তমানে- হোটেল সাগর রেস্ট হাউজ, কদমতলী, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেট, ২। পারুল (৩০), পিতা- নুরুল ইসলাম, মাতা- নুরজাহান, সাং- চামড়াবর, থানা-পলাশ, জেলা- নরসিংদী, বর্তমানে- হোটেল সাগর রেস্ট হাউজ, কদমতলী, থানা- দক্ষিণ সুরমা, জেলা- সিলেটদ্বয়কে দেহ ব্যবসার কাজ জরিত থাকায় ঘটনাস্থল হতে গ্রেফতার করা হয়। আসামীদ্বয়ের বিরুদ্ধে এসএমপি দক্ষিণ সুরমা থানার নন এফআইআর দায়ের প্রক্রিয়াধীন।
ব্রেকিং নিউজ :
এসএমপি ডিবির অভিযানে আবাসিক হোটেলে অসামাজিক কাজে ০২(দুই) জন গ্রেফতারঃ
-
বিশেষ প্রতিবেদন
- Update Time : 02:24:56 am, Monday, 30 December 2024
- 103 Time View
Tag :