পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রুস্তমপুর ইউনিয়নসহ উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী এবং দেশ ও প্রবাসের সকলকে শুভেচ্ছা জানিয়েছেন গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আব্দুল কাদির সুমন।
এক শুভেচ্ছা বার্তায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. আব্দুল কাদির সুমন বলেন, মুসলিম জাহানের প্রধান ধর্মীয় উৎসব ঈদ-উল-আজহা উপলক্ষে আমি রুস্তমপুর ইউনিয়নসহ উপজেলার সকল মুসলমানকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।
ঈদ ধনী-গরিব ভেদাভেদ ভুলে মানুষকে এক কাতারে শামিল করে। পাশাপাশি হিংসা-বিদ্বেষ, অহংকারসহ সব অন্যায় আর পাপাচার মুছে দিয়ে নতুন করে সুখী জীবনযাপন শুরু করার তাগিদ এনে দেয়।
তিনি বলেন, ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই যাতে ঈদের আনন্দ সমানভাবে উপভোগ করতে পারে, সেজন্য সকলকে আন্তরিক হতে হবে। যে যার অবস্থান থেকে ঈদুল আজহার মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান তিনি।