অদ্য ২১/১২/২০২৪খ্রিঃ তারিখ সকাল ১২.৪০ ঘটিকায় এসএমপি হেডকোয়ার্টার্স কনফারেন্স রুমে এসএমপি সিলেটের আয়োজনে সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সিলেট রেঞ্জের বিভিন্ন ইউনিটে কর্মরত অফিসারদের সাথে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব বাহারুল আলম, বিপিএম, মহোদয়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ রেজাউল করিম, পিপিএম সেবা মহোদয় এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ জনাব বাহারুল আলম, পিপিএম, মহোদয়। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এর মহাপরিচালক অতিরিক্ত আইজিপি (গ্রেড-১) জনাব এ কে এম শহিদুর রহমান,পিপিএম,এনডিসি মহোদয়, সিলেট রেঞ্জ ডিআইজি জনাব মোঃ মুশফেকুর রহমান মহোদয়, ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন, লালাবাজার সিলেট এর অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) জনাব এ আর এম আলিফ মহোদয়, র্যাব-৯ এর অধিনায়ক আশিক বিল্লাহ মহোদয়। আরো উপস্থিত ছিলেন আর আর এফ সিলেটের কমান্ড্যান্ট জনাব মোঃ হুমায়ুন কবীর মহোদয়, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপস্) জনাব মুঃ মাসুদ রানা, উপ-পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব তোফায়েল আহমেদ (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), উপ-পুলিশ কমিশনার (সিটিএসবি অতিরিক্ত দায়িত্বে ডিবি) জনাব মোঃ এহ্সান শাহ পিপিএম সেবা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত ), উপ-পুলিশ কমিশনার (ইএন্ডডি) জনাব ইমাম মোহাম্মদ শাদিদ, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) জনাব মোহাম্মদ মাহফুজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক অতিরিক্ত দায়িত্বে প্রসিকিউশন) জনাব বি.এম.আশরাফ উল্যাহ তাহের, উপ-পুলিশ কমিশনার (পিওএম) জনাব তাহিয়াত আহমেদ চৌধুরী, পুলিশ সুপার (সিলেট) জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান, পুলিশ সুপার (সুনামগঞ্জ) জনাব আ.ফ.ম. আনোয়ার হোসেন খান পিপিএম, পুলিশ সুপার (মৌলভীবাজার) জনাব এম,কে,এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা, পুলিশ সুপার (হবিগঞ্জ) জনাব মোঃ রেজাউল হক খান (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত), বিশেষ পুলিশ সুপার সিআইডি (মেট্রো/জেলা) জনাব সুজ্ঞান চাকমাসহ সিলেট মেট্রোপলিটন পুলিশ ও সিলেট জেলা পুলিশ এবং পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মরত বিভিন্ন পদস্থ অফিসারবৃন্দ।
মতবিনিময় সভায় প্রধান অতিথি মহোদয় বিভিন্ন ইউনিট হতে আগত পুলিশ অফিসারদের পুলিশিং সমস্যা সংক্রান্ত বিষয়ে মতামত গ্রহণ করেন, বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। সম্মানিত আইজিপি মহোদয় সকল পুলিশ অফিসারদের আরো সততা, নিষ্ঠা, সতর্কতা, পেশাদারিত্ব, আন্তরিকতা ও দেশপ্রেমে উজ্জীবিত হয়ে আইনানুগভাবে দায়িত্ব পালনের সাথে সাথে নিজেদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়ার আহ্বান জানান। বিট পুলিশের কার্যক্রমকে আরো সেবাধর্মী এবং বেগবান করার আহবান জানান।