গোয়াইনঘাট(সিলেট) থেকে মতিউর রহমান (দুলাল): গোয়াইনঘাটের স্কুল,কলেজ ও মাদ্রাসা পড়ুয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনাও মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করবে গোয়াইনঘাট উপজেলা শিক্ষা ফাউন্ডেশন। গোয়াইনঘাট উপজেলা নির্বাহি অফিসার ওগোয়াইনঘাট শিক্ষা ফাউন্ডেশনের সভাপতি তাহমিলুর রহমান বিষয়টি জানিয়েছেন।
তিনি জানান, গোয়াইনঘাট শিক্ষা ফাইন্ডেশন গোয়াইনঘাট এর বিভিন্ন পর্যায়ের কৃতি ছাত্র-ছাত্রীদের সংবর্ধনা এবং মেধাবীছাত্রছাত্রীদের বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে। সেই জন্য গোয়াইনঘাট শিক্ষা ফাউন্ডেশনের ওয়েব সাইট থেকে প্রত্যেক শিক্ষার্থীদেরআবেদন করতে হবে মর্মে জানিয়ে তিনি লিখেন, এসএসসি পরীক্ষা ২০২৩ এ জিপিএ ৫ প্রাপ্ত এবং প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২২এ বৃত্তি প্রাপ্তদের সংবর্ধনা প্রদান করা হবে। যথাক্রমে আবেদনের ১ এবং ২ নং লিংক পূরণ করতে হবে। (লিংক নিচে উল্লিখিত)
একই সাথে উপজেলার ৫ম শ্রেণি ও ৮ম শ্রেণিতে বা সমমানে অধ্যয়নরত বিদ্যালয় ও মাদ্রাসার (আলিয়া ও কওমী মাদ্রাসা উভয়) মেধাবী, আর্থিক ভাবে অসচ্ছল, বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী, ক্ষুদ্র নৃগোষ্ঠী, সাংস্কৃতিক ও খেলাধুলায় পারদর্শী ছাত্রছাত্রীদেরবছরব্যাপী বৃত্তি প্রদান করে হবে। আবেদনের ৪ নং লিংক পূরণ করতে হবে। (লিংক নিচে উল্লিখিত)
তিনি আরো জানান, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীরা রয়েছে। তাদের জীবনমান উন্নয়নেশিক্ষা ও চিকিৎসা সহায়তা দেয়ার লক্ষে তথ্য সংগ্রহের জন্য তিন নং আবেদন লিংক রেডি করা হয়েছে। সংশ্লিষ্ট বিদ্যালয়প্রধানগণ এ ফরম টি পূরণ করবেন। (লিংক নিচে উল্লিখত)৷
এ ক্ষেত্রে শুধুমাত্র অনলাইন আবেদন গ্রহনযোগ্য। হার্ড কপিতে কোন আবেদন গ্রহণযোগ্য নয়। যে কোন বিষয়ে অধিকতরতথ্যের প্রয়োজনে
প্রধান শিক্ষক, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয় (০১৬১৬৪০৬৮২৮)
প্রধান শিক্ষক, সোনার বাংলা উচ্চ বিদ্যালয় (০১৭১২৯৬০৪৯০)নাম্বারে যোগাযোগের জন্য বলা হয়েছে ৷
লিংক..docs.google.com।
উপজেলার বিভিন্ন মহল উপজেলা নির্বাহী কর্মকর্তার এই মহতী উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন,খুবই ভাল উদ্যোগ।এটি যেমনশিক্ষার মানোন্নয়নে ভূমিকা রাখবে তেমনি মেধাবীদের উৎসাহ প্রদান করবে সাথে সাথে প্রান্তিক শিক্ষার্থীদের ঝরে পড়া রোধকরতে সাহায্য করবে।