এবাার ভারতের তামিলনাড়ুতে ট্রেনে আগুন লেগে ১০ যাত্রী নিহত হয়েছেন।
ভারতের তামিলনাড়ুতে পুনালুর-মাদুরাই এক্সপ্রেসে ভয়াবহ অগ্নিকাণ্ডের গঠনায় ১০ জন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, শনিবার (২৬ আগস্ট) ভোর সোয়া ৫টায় মাদুরাই রেলস্টেশনের সামনে দাঁড়িয়ে থাকা ট্রেনটির একটি বগিতে আগুন লাগার পর দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে ট্রেনে।
ভারতের দক্ষিণ রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, উত্তর প্রদেশের লখনউ থেকে ট্রেনটি আসছিল। কোচের যাত্রীরা লুকিয়ে গ্যাস সিলিন্ডার নিয়ে যাত্রা করছিলেন। যা অবৈধ। এই গ্যাস সিলিন্ডার থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং রেলওয়ের কর্মীরা আগুন নেভানোর কাজে নিয়োজিত হয়। প্রায় ২ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। পরে বগি থেকে পুড়ে যাওয়া লাশগুলো বের করা হয়। এই ঘটনায় মৃতদের পরিবারকে ১০ লাখ করে অনুদান দেওয়ার ঘোষণা করা হয়েছে।
ব্রেকিং নিউজ :
ভারতে দাড়িযে থাকা ট্রেনে আগুন: পুড়ে ছাই ১০ যাত্রী
-
Reporter Name
- Update Time : 08:07:22 am, Saturday, 26 August 2023
- 162 Time View
Tag :