এশিয়া কাপে ‘বি’ গ্রুপ থেকে বাংলাদেশের সুপার ফোর নিশ্চিত হয়েছে আগেই। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও আফগানিস্তান। এ ম্যাচ শেষে জানা যাবে এই গ্রুপ থেকে বাংলাদেশের সঙ্গী হিসেবে কোন দল যাবে পরের পর্বে। শ্রীলঙ্কা ও আফগানিস্তান- দুই দলেরই সুযোগ থাকছে।
আজ শ্রীলঙ্কার বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে নামছেন রশিদ-নবিরা। আফগানদের আজ শুধু জিতলেই হবে না, নেট রানরেটেও টেক্কা দিতে হবে প্রতিপক্ষকে। শ্রীলঙ্কা জিতলে শূন্য হাতে বাড়ি ফিরে যাবে আফগানিস্তান, গ্রুপের বাকি দু’দল সুপার ফোরে যাবে। আর আফগানরা জিতলে তিন দলের পয়েন্ট সমান হয়ে যাবে। তখন নেট রানরেটের ভিত্তিতে দু’দল নির্ধারিত হবে।
তবে অনেকেরই প্রশ্ন– নেট রানরেটে বাংলাদেশ তো দ্বিতীয় স্থানে, শ্রীলঙ্কা-আফগানিস্তানের ম্যাচের আগে কীভাবে তাদের সুপার ফোর নিশ্চিত হয়? আজ বিশাল ব্যবধানে জিতলে তিন নম্বরে থাকা আফগানরাও তো বাংলাদেশের ওপরে চলে যেতে পারে।
একটা বিষয় মাথায় রাখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। আফগানদের বড় জয় মানে কিন্তু শ্রীলঙ্কার সেই ব্যবধানে হার। উদাহরণস্বরূপ বলা যায়, আফগানিস্তান যদি ১০০ রানে শ্রীলঙ্কাকে হারাতে পারে, তাহলে তারা নেট রানরেটে বাংলাদেশকে টপকে যাবে। আর ওই ১০০ রানে হারার কারণে শ্রীলঙ্কা তখন বাংলাদেশের নিচে নেমে যাবে। মোদ্দাকথা, আফগানিস্তান-শ্রীলঙ্কা ম্যাচের ফলাফল যাই হোক, বাংলাদেশ ‘বি’ গ্রুপে তিন নম্বরে যাবে না।