সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দলটির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকীকে দায়িত্ব পালন করতে নতুন করে নির্দেশনা দিয়েছে। বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে নতুন এই নির্দেশনা দেওয়া হয়।
২০২৩ সালের ১০ মার্চ সিলেট মহানগর বিএনপির কাউন্সিল অনুষ্ঠিত হয়।
এতে কাউন্সিলরদের ভোটে নাসিম হোসাইন সভাপতি, মো. ইমদাদ হোসেন চৌধুরী সাধারণ সম্পাদক এবং সৈয়দ সাফেক মাহবুব সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।
তবে চলতি বছরের শুরুতে নাসিম হোসাইন বিদেশ চলে যাওয়ায় ১ আগস্ট বিএনপির কেন্দ্রীয় সহ-দফতর সম্পাদক এডভোকেট তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক চিঠিতে মিফতাহ সিদ্দিকীকে মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতে নির্দেশনা দেওয়া হয়।
এদিকে, ৫ আগস্ট হাসিনা সরকারের পতনের পর নাসিম হোসাইন দেশে ফিরেছেন। তবে তাকে দায়িত্ব আর ফিরিয়ে দেওয়া হয়নি, মিফতাহ সিদ্দিকীকেই ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করার জন্য নতুন করে নির্দেশনা দেওয়া হয়েছে।
ব্রেকিং নিউজ :
দায়িত্ব ফিরে পেলেন না নাসিম হোসাইন, মিফতা সিদ্দিকীই ভারপ্রাপ্ত সভাপতি
-
বিশেষ প্রতিবেদন - Update Time : 05:29:06 pm, Monday, 23 September 2024
- 203 Time View
Tag :
সর্বাধিক পঠিত





















