Dhaka 5:48 am, Tuesday, 8 July 2025
ব্রেকিং নিউজ :
বিএনপি ক্ষমতায় গেলে গোয়াইনঘাট মডেল উপজেলায় উন্নীত হবে:এড.মুমিন গোয়াইনঘাটে যৌথবাহিনীর অভিযান নৌপথে চাঁদাবাজির দায়ে দেশীয় অস্ত্রসহ আটক:৬ গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল সাংবাদিক বিলালের বিরুদ্ধে অপপ্রচার: গোয়াইনঘাট প্রেসক্লাব’র নিন্দা সালুটিকর গোয়াইনঘাট রাস্তার বেহাল দশায়:মুখ ফিরিয়ে নিচ্ছে পর্যটকরা ব্যবসায় ধস গোয়াইনঘাটে বিএনপির শোক সভা ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য আটক গোয়াইনঘাটে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত:১ গোয়াইনঘাট-সালুটিকর রোডে ঠিকাদারী প্রতিষ্টানের গাফিলতিতে সৃষ্টি জনদুর্ভোগ লাঘবে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি: গোয়াইনঘাটে তথ্য বিভ্রাটকারীদের অপপ্রচারে শিকার সাংবাদিক মনজুর

এবার চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিচ্ছে মিয়ানমার

  • Reporter Name
  • Update Time : 09:20:29 am, Saturday, 26 August 2023
  • 217 Time View

বিশ্বব্যাপী বাড়ছে চালের দাম। অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে এরই মধ্যে চাল রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় চাল রফতানিকারক দেশ ভারত। পঞ্চম বৃহত্তম রফতানিকারক দেশ মিয়ানমারেও এখন চালের দাম বাড়ছে। অভ্যন্তরীণ মূল্য নিয়ন্ত্রণে দেশটি সাময়িকভাবে চাল রফতানি সীমিত করার পরিকল্পনা নিয়েছে। চলতি মাসের শেষ থেকে পরবর্তী ৪৫ দিনের জন্য এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। দেশটির চাল ব্যবসায়ী ও রফতানিকারকদের সংগঠন মিয়ানমার রাইস ফেডারেশনের (এমআরএফ) এক জ্যেষ্ঠ সদস্যের বরাত দিয়ে গতকাল এ খবর প্রকাশ করে রয়টার্স।

মিয়ানমার রাইস ফেডারেশনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘চলতি মাসের শেষ নাগাদ থেকে প্রায় ৪৫ দিনের জন্য আমরা সাময়িকভাবে চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেব।’ অভ্যন্তরীণ বাজারে দামে ঊর্ধ্বগতির কারণেই সরকার রপ্তানি সীমিত করতে বাধ্য হচ্ছে বলেও উল্লেখ করেন ওই কর্মকর্তা।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের উপাত্ত অনুযায়ী, মিয়ানমার বিশ্বের পঞ্চম বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ। বিশ্ব বাজারে বছরে ২০ লাখ টনের বেশি চাল বিক্রি করে এই দেশ।

চাল রপ্তানি কমিয়ে দিচ্ছে বাংলাদেশের বড় উৎস ভিয়েতনামচাল রপ্তানি কমিয়ে দিচ্ছে বাংলাদেশের বড় উৎস ভিয়েতনাম
গত মাসে ভারত নন–বাসমতি চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। এতে বিশ্ববাজার এই খাদ্যশস্যের প্রায় ১ কোটি টন সরবরাহের উৎস হারিয়েছে, যা মোট সরবরাহের ২০ শতাংশ।

ভারত রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর থাইল্যান্ড এবং ভিয়েতনাম এরই মধ্যে রপ্তানিমূল্য বাড়িয়ে দিয়েছে। এশিয়ার রপ্তানিকারক দেশগুলোর মধ্যে ভিয়েতনামের চালের দাম এখন সর্বোচ্চ।
এদিকে ফিলিপাইন এবং ইন্দোনেশিয়ার মতো বৈশ্বিক আমদানিকারক দেশগুলো আসন্ন এল নিনোর প্রভাবে উৎপাদন কমে যাওয়ার আশঙ্কায় মরিয়া হয়ে চাল সংগ্রহ শুরু করেছে।

About Author Information

বিএনপি ক্ষমতায় গেলে গোয়াইনঘাট মডেল উপজেলায় উন্নীত হবে:এড.মুমিন

এবার চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিচ্ছে মিয়ানমার

Update Time : 09:20:29 am, Saturday, 26 August 2023

বিশ্বব্যাপী বাড়ছে চালের দাম। অভ্যন্তরীণ বাজার স্থিতিশীল রাখতে এরই মধ্যে চাল রফতানিতে নিষেধাজ্ঞা দিয়েছে বিশ্বের সবচেয়ে বড় চাল রফতানিকারক দেশ ভারত। পঞ্চম বৃহত্তম রফতানিকারক দেশ মিয়ানমারেও এখন চালের দাম বাড়ছে। অভ্যন্তরীণ মূল্য নিয়ন্ত্রণে দেশটি সাময়িকভাবে চাল রফতানি সীমিত করার পরিকল্পনা নিয়েছে। চলতি মাসের শেষ থেকে পরবর্তী ৪৫ দিনের জন্য এ সিদ্ধান্ত কার্যকর থাকবে। দেশটির চাল ব্যবসায়ী ও রফতানিকারকদের সংগঠন মিয়ানমার রাইস ফেডারেশনের (এমআরএফ) এক জ্যেষ্ঠ সদস্যের বরাত দিয়ে গতকাল এ খবর প্রকাশ করে রয়টার্স।

মিয়ানমার রাইস ফেডারেশনের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে বলেন, ‘চলতি মাসের শেষ নাগাদ থেকে প্রায় ৪৫ দিনের জন্য আমরা সাময়িকভাবে চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দেব।’ অভ্যন্তরীণ বাজারে দামে ঊর্ধ্বগতির কারণেই সরকার রপ্তানি সীমিত করতে বাধ্য হচ্ছে বলেও উল্লেখ করেন ওই কর্মকর্তা।
যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগের উপাত্ত অনুযায়ী, মিয়ানমার বিশ্বের পঞ্চম বৃহত্তম চাল রপ্তানিকারক দেশ। বিশ্ব বাজারে বছরে ২০ লাখ টনের বেশি চাল বিক্রি করে এই দেশ।

চাল রপ্তানি কমিয়ে দিচ্ছে বাংলাদেশের বড় উৎস ভিয়েতনামচাল রপ্তানি কমিয়ে দিচ্ছে বাংলাদেশের বড় উৎস ভিয়েতনাম
গত মাসে ভারত নন–বাসমতি চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা দিয়েছে। এতে বিশ্ববাজার এই খাদ্যশস্যের প্রায় ১ কোটি টন সরবরাহের উৎস হারিয়েছে, যা মোট সরবরাহের ২০ শতাংশ।

ভারত রপ্তানিতে নিষেধাজ্ঞা দেওয়ার পর থাইল্যান্ড এবং ভিয়েতনাম এরই মধ্যে রপ্তানিমূল্য বাড়িয়ে দিয়েছে। এশিয়ার রপ্তানিকারক দেশগুলোর মধ্যে ভিয়েতনামের চালের দাম এখন সর্বোচ্চ।
এদিকে ফিলিপাইন এবং ইন্দোনেশিয়ার মতো বৈশ্বিক আমদানিকারক দেশগুলো আসন্ন এল নিনোর প্রভাবে উৎপাদন কমে যাওয়ার আশঙ্কায় মরিয়া হয়ে চাল সংগ্রহ শুরু করেছে।