Dhaka 6:20 am, Wednesday, 9 July 2025
ব্রেকিং নিউজ :
বিএনপি ক্ষমতায় গেলে গোয়াইনঘাট মডেল উপজেলায় উন্নীত হবে:এড.মুমিন গোয়াইনঘাটে যৌথবাহিনীর অভিযান নৌপথে চাঁদাবাজির দায়ে দেশীয় অস্ত্রসহ আটক:৬ গোয়াইনঘাট সরকারি কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল সাংবাদিক বিলালের বিরুদ্ধে অপপ্রচার: গোয়াইনঘাট প্রেসক্লাব’র নিন্দা সালুটিকর গোয়াইনঘাট রাস্তার বেহাল দশায়:মুখ ফিরিয়ে নিচ্ছে পর্যটকরা ব্যবসায় ধস গোয়াইনঘাটে বিএনপির শোক সভা ও দোয়া মাহফিল সিলেট সীমান্তে বিজিবি’র অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য আটক গোয়াইনঘাটে অটোরিকশা-মোটরসাইকেল সংঘর্ষে নিহত:১ গোয়াইনঘাট-সালুটিকর রোডে ঠিকাদারী প্রতিষ্টানের গাফিলতিতে সৃষ্টি জনদুর্ভোগ লাঘবে মানববন্ধন ও গণস্বাক্ষর কর্মসূচি: গোয়াইনঘাটে তথ্য বিভ্রাটকারীদের অপপ্রচারে শিকার সাংবাদিক মনজুর

এবার ‘গ্যাংস্টার’চরিত্রে মোশাররফ করিম

  • Reporter Name
  • Update Time : 09:52:36 am, Saturday, 12 August 2023
  • 144 Time View

এবার ‘গ্যাংস্টার’চরিত্রে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে।

ভারতের হুগলির গ্যাংস্টার শ্যামলের জীবন নিয়ে তৈরি হচ্ছে সিনেমা ‘হুব্বা’। আর সে সিনেমায় ‘গ্যাংস্টার’ চরিত্রে দেখা যাবে অভিনেতা মোশাররফ করিমকে। শুক্রবার (১১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কখনও দলবল নিয়ে বন্দুক হাতে তিনি পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন, কখনও রাতের অন্ধকারে এক নারীর সঙ্গে সময় কাটাচ্ছেন, কখনও আবার অপরাধ জগতের কাজকর্ম সামলাচ্ছেন। ‘গ্যাংস্টার’ শ্যামলের জীবন ছিল এমনই।

সেই শ্যামলের জীবনকে কেন্দ্র করে নতুন ছবি ‘হুব্বা’ তৈরি করেছেন পরিচালক ব্রাত্য বসু। ‘ডিকশনারি’র পর আবারও ব্রাত্যের ছবিতে দেখা যাবে অভিনেতা মোশাররফ করিমকে। এই ছবিতে অভিনেতার প্রথম ‘লুক’ দেখে চমকে গিয়েছিলেন দর্শক। এবার প্রকাশ্যে ছবির ট্রিজার। সিনেমার প্রতি পরতে পরতে যে উত্তেজনা, রোমাঞ্চে ভরপুর, সেই আভাসই মিলল ট্রিজারে।

গলায় গাঁদা ফুলের মালা পরে প্রথমবার হুব্বার বেশে মোশাররফকে দেখা গিয়েছিল। এবার প্রথমবার ‘হুব্বা’ হিসেবে প্রকাশ্যে এলেন অভিনেতা। এ সিনেমায় বেশ কয়েকজন নাট্যব্যক্তিত্বকেও দেখা যাবে।
পরিচালক ব্রাত্য বলেন, ‘থ্রিলার এবং কমেডির মিশেলে তৈরি করা হয়েছে এই ছবি। হুব্বা শ্যামল ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামেই পরিচিত ছিলেন। খুন, জখম, ড্রাগ পাচারের মতো অনেক অপরাধে জড়িত ছিল সে। অজস্র পুলিশ কেস ছিল তার বিরুদ্ধে। এক সময় তিনি ভোটে দাঁড়াতেও চান। যতবারই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ, প্রতিবারই জামিন পেয়ে বেরিয়ে এসেছে। ২০১১ সালে বৈদ্যবাটির খালে হুব্বা শ্যামলের মরদেহ ভেসে ওঠে। এই ছবির মাধ্যমে আমি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং অপরাধ জগতের চিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’

About Author Information

বিএনপি ক্ষমতায় গেলে গোয়াইনঘাট মডেল উপজেলায় উন্নীত হবে:এড.মুমিন

এবার ‘গ্যাংস্টার’চরিত্রে মোশাররফ করিম

Update Time : 09:52:36 am, Saturday, 12 August 2023

এবার ‘গ্যাংস্টার’চরিত্রে দেখা যাবে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে।

ভারতের হুগলির গ্যাংস্টার শ্যামলের জীবন নিয়ে তৈরি হচ্ছে সিনেমা ‘হুব্বা’। আর সে সিনেমায় ‘গ্যাংস্টার’ চরিত্রে দেখা যাবে অভিনেতা মোশাররফ করিমকে। শুক্রবার (১১ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
কখনও দলবল নিয়ে বন্দুক হাতে তিনি পাড়ায় ঘুরে বেড়াচ্ছেন, কখনও রাতের অন্ধকারে এক নারীর সঙ্গে সময় কাটাচ্ছেন, কখনও আবার অপরাধ জগতের কাজকর্ম সামলাচ্ছেন। ‘গ্যাংস্টার’ শ্যামলের জীবন ছিল এমনই।

সেই শ্যামলের জীবনকে কেন্দ্র করে নতুন ছবি ‘হুব্বা’ তৈরি করেছেন পরিচালক ব্রাত্য বসু। ‘ডিকশনারি’র পর আবারও ব্রাত্যের ছবিতে দেখা যাবে অভিনেতা মোশাররফ করিমকে। এই ছবিতে অভিনেতার প্রথম ‘লুক’ দেখে চমকে গিয়েছিলেন দর্শক। এবার প্রকাশ্যে ছবির ট্রিজার। সিনেমার প্রতি পরতে পরতে যে উত্তেজনা, রোমাঞ্চে ভরপুর, সেই আভাসই মিলল ট্রিজারে।

গলায় গাঁদা ফুলের মালা পরে প্রথমবার হুব্বার বেশে মোশাররফকে দেখা গিয়েছিল। এবার প্রথমবার ‘হুব্বা’ হিসেবে প্রকাশ্যে এলেন অভিনেতা। এ সিনেমায় বেশ কয়েকজন নাট্যব্যক্তিত্বকেও দেখা যাবে।
পরিচালক ব্রাত্য বলেন, ‘থ্রিলার এবং কমেডির মিশেলে তৈরি করা হয়েছে এই ছবি। হুব্বা শ্যামল ‘হুগলির দাউদ ইব্রাহিম’ নামেই পরিচিত ছিলেন। খুন, জখম, ড্রাগ পাচারের মতো অনেক অপরাধে জড়িত ছিল সে। অজস্র পুলিশ কেস ছিল তার বিরুদ্ধে। এক সময় তিনি ভোটে দাঁড়াতেও চান। যতবারই তাকে গ্রেপ্তার করেছে পুলিশ, প্রতিবারই জামিন পেয়ে বেরিয়ে এসেছে। ২০১১ সালে বৈদ্যবাটির খালে হুব্বা শ্যামলের মরদেহ ভেসে ওঠে। এই ছবির মাধ্যমে আমি পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতি এবং অপরাধ জগতের চিত্রই ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’