আজ (৬ সেপ্টেম্বর) শুরু হবে সুপার ফোর পর্ব। এই পর্বের প্রথম ম্যাচেই মাঠে নামবে বাংলাদেশ, যেখানে প্রতিপক্ষ স্বাগতিক পাকিস্তান; যারা র্যাঙ্কিংয়ের শীর্ষ দল। তবে হাল ছাড়ছে না বাংলাদেশ, তাসকিন জানালেন চোখে চোখ রেখেই লড়াই করবেন।
সুপার ফোর পর্বের প্রথম ম্যাচে পাকিস্তানের বিপক্ষে মাঠে নামার আগে মঙ্গলবার রাতে কথা টাইগার পেসার তাসকিন আহমেদ। যেখানে জানিয়েছেন পাকিস্তানের ব্যাটিং লাইনআপ বিশ্বমানের হলেও তাদের দ্রুত আটকাতে চান তারা।
ক’দিন আগেই ওয়ানডে র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান দখলে নিয়েছে পাকিস্তান। তাদের অধিনায়ক বাবর আজম বহুদিন ধরেই আধিপত্য ধরে রেখেছেন ব্যাটিং র্যাঙ্কিংয়ে, আছেন সবার ওপরে। ইমাম উল হকও আছেন তিন নম্বরে। এমন ব্যাটিং লাইনআপকে সমীহ করতেই হবে। করছেন তাসকিনও। তবে নিজেদের নিয়েও আত্মবিশ্বাসী তিনি।
তাসকিন বলেন, ‘পাকিস্তানের ব্যাটিং পৃথিবীর অন্যতম সেরা। সহজ হবে না। কিন্তু আমাদের প্রতি বিশ্বাস আছে,, যদি সেরা বোলিংটা করতে পারি একটা ভালো টোটালে আটকাতে পারবো। এমন উইকেটে বোলারদের মার্জিন অনেক ছোট থাকে। একটু এদিক-ওদিক হলেই বাউন্ডারি হবার চান্স বেশি থাকে। তাই একুরেট বল করতে হয় ভেরিয়েশনের সাথে।’
লাহোরে বইছে দাবদাহ। ফলে এই গরমের মধ্যে খেলা যেকোনো দলের জন্যই চ্যালেঞ্জিং। স্বাগতিক দল হিসেবে পাকিস্তানের জন্য বিষয়টা খুব একটা কঠিণ না হলেও বাংলাদেশের জন্য মোটেও সহজ নয়। গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেক ক্রিকেটার। তাসকিনও তাই বললেন, এখানে সুস্থ থাকাটাই বড় প্রাপ্তি।
বলেন, ‘যে কারো জন্য এখাবে খেলাটা বেশ কঠিন। তবে যেহেতু এটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, তাই আমরা রিকোভারিতে বেশি খেয়াল রাখছি। টিমের ফিজিও-ট্রেনার আমাদের অনেক সাহায্য করছে। আমরাও আমাদের নিজেদের যথেষ্ট টেক কেয়ার করার চেষ্টা করেছি, যেন আমরা সবাই সুস্থ থেকে খেলতে পারি।’
বাংলাদেশ আজ মাঠে নামবে দলের অন্যতম ভরসা নাজমুল হোসেন শান্তকে ছাড়া। প্রথম দুই ম্যাচেই তার ব্যাটে আসে ১৯৩ রান। শান্তকে হারানোয় দলের যে ক্ষতি হচ্ছে, তা স্পষ্টই বললেন তাসকিন, ‘শান্তর ইনজুরি হঅবশ্যই আমাদের দলের জন্য লস। ওর জন্য শুভ কামনা রইলো, সে যেন দ্রুত সুস্থ হয়ে দলে ফিরে আসে। অসাধারণ ব্যাট করেছে দুটি ম্যাচেই। কন্ট্রিবিউশন ভালো ছিল। তবে ইনজুরড হয়েই গেছে, আশা করছি পরিবর্তে যেই খেলবে তার অভাবটা পূরণ করে দেবে।’